Kashfuler Shohor Dekha Lyrics
Kashfuler Shohor Dekha Lyrics, Song is a presentation of Shironamhin Band. Kashfuler Shohor Dekha Bangla Lyrics is (কাশফুলের শহর দেখা লিরিক্স) Written by Ziaur Rahman and composed by Kazy Ahmad Shafin.
Lyric: Ziaur Rahman
Compose: kazy Ahmad Shafin
Shironamhin:
Ziaur Rahman (bass, cello)
Kazy Ahmad Shafin (drums, sarod, back voice)
Diat khan (guitar)
Sheikh Ishtiaque (voice)
Symon Chowdhury (keyboard)
Recording studio : Noizemine
Sound engineer : Shafiqul Islam
Play Here is Song.
গান: কাশফুলের শহর দেখা
প্রকাশকাল: মে, ২০২১
ব্যান্ড: শিরোনামহীন
কথা: জিয়াউর রহমান
সুর: কাজী আহমেদ শাফিন
Kashfuler Shohor Dekha Lyrics In Bangla:
ভীষন অভিমানে শুকতারা,
একা দিচ্ছে পাহারা,
এই ধূলোর ঠিকানা।
বৃথাই কাশফুল উড়ছে হারিয়ে,
অকারনেই শহরে,
সবকিছুই অচেনা।
যখন শহরে, ক্লান্তির চাদরে,
অবিরত চলছে বেয়াড়া বোঝাপড়া।
এই অবসরে, খুব চুপিসারে
স্বপ্নেরা, দিশেহারা, ছুটে যায়,
অকারণে হারিয়ে।
তবুও বাঁধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে,
এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে,
একবার উঠে দাড়ালেই,
সীমানা পেরিয়ে,
আবার যাই ভেসে,
মেঘের দেশে বৃষ্টি শেষে।
শূন্য দিগন্ত ছাড়িয়ে,
ভেসে যায় আনমনে
ধূসর শহুরে জীবন রূপকথা।
তবে কি চার দেয়ালে,
শহুরে স্বপ্ন খেলে?
ভেবে তাই দিশেহারা হয়ে যাই,
শহরের কোথায় ঠিকানা?
কোথায় গল্প সত্যি হয়?
স্বপ্ন রঙিন হয়ে রয়?
শত কাশফুল উড়িয়ে,
সব স্বপ্ন শুভ্র হোক সময়।
তবুও বাঁধাপেরিয়ে, দু'হাত বাড়িয়ে,
এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে,
একবার উঠে দাড়ালেই,
সীমানা পেরিয়ে,
আবার যাই ভেসে,
মেঘের দেশে বৃষ্টি শেষে।
কাশফুলের শহর দেখা লিরিক্স শিরোনামহীন
Bhishon Ovimane Shuktara
Ek Dicche Pahara,
Ei Dhulor Thikana.
Britha Kashphol Urchhe Hariye,
Okaronei Shohore,
Sobkichu Ochena.
Jokhon Shohore, Klantir Chadore,
Obiroto Cholchhe Beyara Bhojapora.
Ei Oboshore, Chupishare,
Shopnera, Dishehara,Chhute Jay,
Okarone Hariye.
Tobuo Badha Periye, Du'hat Bariye,
Ei Jhoro Haway Dulchhe Mon Hariye,
Ekbar Uthe Daralei,
Shimana Periye,
Abar Jai Bhese,
Megher Deshe Bristi Sheshe.
Shunno Diganta Chhariye,
Bheshe Jay Anmone,
Dhushor Shohure Jibon Rupkotha.
Tobe Ki Char Deyale,
Shohure Shopno Khele?
Bhebe Tai Dishehara Hoye jai,
Shohorer Kothay Thikana?
Kothay Golpo Sotti Hoy?
Shawpno Rongin Hoye Roy?
Shoto Kashful Uriye,
Shob Shopno Shuvro Hok Somoy.
Tobuo Badha Periye, Du'hat Bariye,
Ei Jhoro Haway Dulchhe Mon Hariye,
Ekbar Uthe Daralei,
Shimana Periye,
Abar Jai Bhese,
Megher Deshe Bristi Sheshe.
Copyright © 2021 Shironamhin. All Rights Reserved.