স্মৃতি কথন (Speaking of memories)
তোমার মনে আছে?
একসময় আমাদেরও টইটুম্বুর প্রেম ছিল।
ফোনের দু'প্রান্তে দুজন রাত জেগে জেগে
কতো রং-বেরং এর স্বপ্ন-ই না বুনতাম তখন!
আমার এখনো মনে পড়ে,
সেবার কনকনে হাড়কাঁপানো শীতে
তুমি পাগলামি করে আমাকে দেখার
জন্য কেমন ছুটে এসেছিলে অতো রাতে!
ফোনের দু'প্রান্তে দুজন রাত জেগে জেগে
কতো রং-বেরং এর স্বপ্ন-ই না বুনতাম তখন!
আমার এখনো মনে পড়ে,
সেবার কনকনে হাড়কাঁপানো শীতে
তুমি পাগলামি করে আমাকে দেখার
জন্য কেমন ছুটে এসেছিলে অতো রাতে!
আচ্ছা তোমার
কি মনে পড়ে না?
কোন এক পূর্নিমা রাতে তুমি
চাঁদকে সাক্ষী রেখে বলেছিলেন,
"ভালোবাসি,ভালোবাসবো আজীবন।"
আর আমি শুধু মুগ্ধ নয়নে সেদিন
তোমাকে প্রাণভরে দেখছিলাম।
বোকার মতো ধরেই নিয়েছিলাম
আমি বোধহয় ভীষণ সৌভাগ্যবতী!
কোন এক পূর্নিমা রাতে তুমি
চাঁদকে সাক্ষী রেখে বলেছিলেন,
"ভালোবাসি,ভালোবাসবো আজীবন।"
আর আমি শুধু মুগ্ধ নয়নে সেদিন
তোমাকে প্রাণভরে দেখছিলাম।
বোকার মতো ধরেই নিয়েছিলাম
আমি বোধহয় ভীষণ সৌভাগ্যবতী!
এইতো সেবার
বর্ষায়ও তুমি
বৃষ্টিতে ভিজে কেমন অসুখ বাঁধিয়েছিলে।
আর আমি কেঁদেকেটে মুখ ফুলিয়ে,
দু'দিন একটু অভিমান করে ছিলাম বলে
তুমি জ্বরে পোড়া শরীর নিয়ে কেমন কদম
হাতে ছুটে এসেছিলে আমার মান ভাঙাতে!
বৃষ্টিতে ভিজে কেমন অসুখ বাঁধিয়েছিলে।
আর আমি কেঁদেকেটে মুখ ফুলিয়ে,
দু'দিন একটু অভিমান করে ছিলাম বলে
তুমি জ্বরে পোড়া শরীর নিয়ে কেমন কদম
হাতে ছুটে এসেছিলে আমার মান ভাঙাতে!
আমাদের ভালোবাসাবাসি দেখে
তখন
কতো প্রেমিক প্রেমিকা-ই না ঈর্ষান্বিত হতো!
একসময় পুরো ক্যম্পাস জুড়ে
আমরা ছিলাম ভালোবাসার উদাহরণ!
অথচ আজ দ্যাখো,কোথায় তুমি-আমি।
কতো প্রেমিক প্রেমিকা-ই না ঈর্ষান্বিত হতো!
একসময় পুরো ক্যম্পাস জুড়ে
আমরা ছিলাম ভালোবাসার উদাহরণ!
অথচ আজ দ্যাখো,কোথায় তুমি-আমি।
সময়ের স্রোতে
গা ভাসিয়ে দিয়ে,
প্রিয়জনেরাও যে রং বদলায়;
তোমার ছন্দপতন না ঘটলে হয়তো
সে আমি বুঝতামনা কোন কালেই!
প্রিয়জনেরাও যে রং বদলায়;
তোমার ছন্দপতন না ঘটলে হয়তো
সে আমি বুঝতামনা কোন কালেই!
সেবার তুমি
যখন বুঝতে পেরেছিলে
আমি তোমার সাথে বড্ড বেমানান।
তখন আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলে
কত-শত নামহীন অভিযোগ!
আমি বার বার বলতে চেয়েও
কিচ্ছুটি বলতে পারিনি তখন।
আমি তোমার সাথে বড্ড বেমানান।
তখন আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলে
কত-শত নামহীন অভিযোগ!
আমি বার বার বলতে চেয়েও
কিচ্ছুটি বলতে পারিনি তখন।
তোমার অভিযোগের
ভার বইতে বইতে
আমার ভালোবাসা গুলো-ও তখন
রং হারিয়ে কেমন বিবর্ন হচ্ছিল দিনকে দিন!
অতঃপর তুমি হঠাৎই একদিন
আমার উপর বিচ্ছেদের মামলা ঠুকে দিলে।
সেবারও আমি চুপটি করে মাথা পেতে
সে সব মিথ্যে অপবাদ মেনে নিয়েছিলাম!
আমার ভালোবাসা গুলো-ও তখন
রং হারিয়ে কেমন বিবর্ন হচ্ছিল দিনকে দিন!
অতঃপর তুমি হঠাৎই একদিন
আমার উপর বিচ্ছেদের মামলা ঠুকে দিলে।
সেবারও আমি চুপটি করে মাথা পেতে
সে সব মিথ্যে অপবাদ মেনে নিয়েছিলাম!
অস্ফুটস্বরে শুধু
সেদিন বলেছিলাম,
এইতো বাকি ছিল আর।
এবার বুঝি সব লেনাদেনা চুকিয়ে নিলো!
আমার নিরব চিৎকার সেদিন তোমার
কান অবধি পৌঁছেছিল কিনা,
তা আমার জানা নেই।
তখন আমি ব্যস্ত ছিলাম ঝাপসা
চোখে তোমার চলে যাওয়া দেখতে!
এইতো বাকি ছিল আর।
এবার বুঝি সব লেনাদেনা চুকিয়ে নিলো!
আমার নিরব চিৎকার সেদিন তোমার
কান অবধি পৌঁছেছিল কিনা,
তা আমার জানা নেই।
তখন আমি ব্যস্ত ছিলাম ঝাপসা
চোখে তোমার চলে যাওয়া দেখতে!
.....................................................................................Thanks For Being Here
Regards From
KobiTalk
Tags:
নতুন কবির লেখা
অসাধারণ কবিতা,
ReplyDeleteobohelajibon blog কষ্ট আমার জীবন সাথী, Valobashar dukher golpo
https://www.obohelajibon.info