Majh Rate Chad jodi Alo Na Bilay
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।।
আকাশের বুক চিরে যদি ঝরে জল,
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো!(২x)
সরোবরে যদি ফোটে রক্ত কমল-
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।।
রূপালী বিজলী যদি নীরব থাকে,
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি।(২x)
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে,
বুঝে নিও আমি আছি কাছাকাছি!
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।।
আকাশের বুক চিরে যদি ঝরে জল,
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো!(২x)
সরোবরে যদি ফোটে রক্ত কমল-
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।।
রূপালী বিজলী যদি নীরব থাকে,
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি।(২x)
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে,
বুঝে নিও আমি আছি কাছাকাছি!
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধাঁরে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।
Majh-raate chaad Jodi alo
na bilay,
Bujhe nebo aaj tumi
chaad dakhoni.
Akasher neel Jodi alo
na bilay,
Bujhe nebo tare tumi
mone rakhoni..
Akasher buk cire Jodi jhore
jol,
Bujhe nebo ovimane
tumi kedecho!(2x)
Sorobore Jodi fote
rokto komol-
Onuvobe bujhe nebo man
vengecho.
Majh-raate chaad Jodi alo
na bilay,
Bujhe nebo aaj tumi
chaad dakhoni.
Akasher neel Jodi alo
na bilay,
Bujhe nebo tare tumi
mone rakhoni..
Rupali bijli Jodi nirob
thake,
Kedona vebo sudhu
amito achi.(2x)
Sopnolokete Jodi moyori
dake,
Bujhe nio ami achi
kacha kachi!
Majh-raate chaad Jodi alo
na bilay,
Bujhe nebo aaj tumi
chaad dakhoni.
Akasher neel Jodi alo
na bilay,
Bujhe nebo tare tumi
mone rakhoni..
Majh-raate chaad Jodi alo
na bilay,
Bujhe nebo aaj tumi
chaad dakhoni.
Akasher neel Jodi alo
na bilay,
Bujhe nebo tare tumi
mone rakhoni..
Thanks for being here.
Regards From
KobiTalk
Tags:
BAND