Song: Bariye Daw Tomar Haat(বাড়িয়ে দাও তোমার হাত)
Lyrics,Music,Voice
by Anupam Roy(অনুপম রায়)
Movie:
Cholo Paltai(চলো পাল্টাই)
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার আঙুল ধরতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত,
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কখনো ফুরোয় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,-
তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলোয়,
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো…
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার আঙুল ধরতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত,
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো,
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার আঙুল ধরতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত-
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই!
বাড়িয়ে দাও,তোমার হাত,
তোমার হাত।
Bariye Daw Tomar Haat Lyrics
In Banglish:
Bariye daw toamr haat-
Ami abar tomar angul dhorte chai!
Bariye daw tomar haat-
Ami abar tomar pasei hatte chai!
Bariye daw tomar haat,
Tomar haat.
Kivabe kacher deal,
Jano atke theke jay
Kokhono furoy kothay.
Onek sondhye belay,
Tomar klanto culer haat,
Choaw amar mathay.
Akhon krishnacurar aloy,
Amader rasta sajano,
O ho ho ho,
Tomar pashei amay pabe,
Tomar rokte banano-
Bariye daw tomar haat-
Ami abar tomar pasei hatte chai!
Bariye daw tomar haat,
Tomar haat.
Moner vetor ghore
Kichu pathor jomano,
Vangte caichi jokhon.
Pahar borof dhele muhurto golano,
Hoyto jabe tokhon.
Akhon krishnacurar aloy,
Amader rasta sajano,
O ho ho ho,
Tomar pashei amay pabe,
Tomar rokte banano-
Bariye daw tomar haat-
Ami abar tomar pasei hatte chai!
Bariye daw tomar haat,
Tomar haat.
Thanks To stay with us.
Regards From
KobiTalk
Tags:
BAND