Araal (আড়াল)\\Marjia Mahima\\চিঠি\\stalking-horse

Araal(আড়াল)

Araal (আড়াল)\\Marjia Mahima\\চিঠি\\stalking-horse

প্রিয়,
তুমি আমার আকাশ হবে?
যেথায় নির্বিঘ্নে মুক্ত বিহঙ্গে,
ডানা জাপটে উড়ে বেড়াবো।
উড়ে উড়ে ভালোবাসার রং ছড়াবো।
যে আকাশ জুড়ে থাকবে
একা আমার বিচরণ!

আচ্ছা তুমি কি মেঘ হবে?
কোন এক মন খারাপের রাতে,
বৃষ্টি হয়ে নেমে আমার চোখের কাজল লেপ্টে দেবে?
ভিজিয়ে দেবে হৃদয় বাঁকের শুষ্ক তৃণ?
অতঃপর নাহয় কোন এক বসন্তেই,
লালচে রাঙা ফুল ফোটাবে!

তুমি বরং বিষাদ ভরা সন্ধ্যে হবে?
বাক্সবন্দী অভিমান গুলো
তখন নাহয় উড়িয়ে দেবো,
গরম চায়ের ধূসর রঙের ধোঁয়ার সাথে।
আবার নাহয় নতুন করে ভাব জমাবো,
ভাগ বসাবো সুখের দুঃখের!

আচ্ছা বেশ,
তুমি নাহয় তোমার প্রিয়
অমাবস্যার ঘোর অন্ধকার-ই থেকো।
সেই সুযোগে আমিও নাহয় লুকিয়ে যাবো,
আবার নাহয় নিখোঁজ হবো!
অমাবস্যার নিকষ অন্ধকারের গভীরতায়,
আড়াল হবে বুক পাঁজরের দীর্ঘশ্বাসের।।

আড়াল
লেখা-Marjia Mohima
ছবিঃ- ছবির কাব্য

3 تعليقات

أحدث أقدم