Song: Poti গানঃ পতি
Movie: Kathbiraliচলচ্চিত্রঃ কাঠবিড়ালী
Detector: Niamul Mukta
পরিচালকঃ নিয়ামুল মুক্তা
Lyrics : Nayanchad Ghosh
কথাঃ নয়নচাঁদ ঘোষ
Tune: Yousuf Hasan arko
সুরঃ ইউসুফ হাসান অর্ক
Voice: Emon Choudhury & Dilshad nahar Kona
কণ্ঠঃ ইমন চৌধুরী এবং দিলশাদ নাহার কনা
প্রযোজকঃ চিলেকোঠা ফিল্মস
Production: Jazz Mulimedia
পরিবেশনাঃ জাজ মাল্টিমিডিয়া
বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি
জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি।
বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি
জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি।
তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া।(৩)
আঁখিতে পালক নাহি মুখে নাইসে বাণী
পারেতে খাড়াইয়া কাঁন্দে উমেদা কামিনী।(২)
স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন নায়ান চান্দে গায়
নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়।(৩)
বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি
জন্মে জন্মে পাই যেন আমার মতো পতি।
বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি
জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি।
তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া।।
Play Here this Song From Youtube👇
Tags:
FOLK