Tumi Jake Bhalobaso by Iman Chakraboti
Singer : Iman ChakrabotiMusic & Lyrics : Anupam Roy
Movie : Praktan (2016)
গান : তুমি যাকে ভালোবাসো (ফিমেল ভার্সন)
কথা ও সুর : অনুপম রায়কন্ঠ : ঈমন চক্রবর্তী
সিনেমা : প্রাক্তন (২০১৬)
তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাস্পে ভাসো,
তার জীবনে ঝড়...
তোমার কথার শব্দ-দূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খীল দিয়েছি, আমার দারুন জ্বর।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।।
তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদল, বাঁচার লড়াই!
আমার মন্ত্রী খোয়া গেছে
একটা চালের ভুল, কোথায় দাঁড়াই?
কথা উপর কেবল কথা সিলিং ছুঁতে চায়,
নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান।।
বুকের ভেতর ফুটছে যেনো
মাছের কানকোর লাল, এত নরম!
শাড়ির সুতো বুনছে যেনো
সেই লালের কঙ্গাল, বিপদ বড়!
কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে চায়,
নিজের মুখের আয়না আদোল, লাগছে অসহায়।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।
তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাস্পে ভাসো,
তার জীবনে ঝড়...
তোমার কথা শব্দ দূষণ তোমার গলার স্বর,
আমার দরজায় খীল দিয়েছি আমার দারুন জ্বর।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।।
এই গানটির ভিডিও দেখুন
Tags:
BAND