Tumi Jake Bhalobaso by Anupam Roy
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Movie: Prakton (2016)
গান : তুমি যাকে ভালোবাসো (মেল ভার্সন)
কথা,সুর ও কন্ঠ : অনুপম রায়
সিনেমা : প্রাক্তন
তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে ভাসবে ভাসো,
তার জীবনে ঝড়..
তোমার কথার শব্দ দূষণ তোমার গকার স্বর,
আমার দরজায় খীল দিয়েছি , আমার দারুন জ্বর,
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।।
তোমার নৌকোর মুখোমুখি
তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদলসৈন্যদল,বাঁচার লড়াই!
আমার মন্ত্রী খোয়া গ্যাছে
একটা চালের ভুল, কোথায় দাঁড়াই?
একটা চালের ভুল, কোথায় দাঁড়াই?
কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল,লাগছে অসহায়।
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।।
বুকের ভেতর ফুটছে যেন
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।।
বুকের ভেতর ফুটছে যেন
মাছের কানকোর লাল,এত নরম।
শাড়ির সুতো বুনছে যেন
শাড়ির সুতো বুনছে যেন
সেই লালের কঙ্কাল,বিপদ বড়।
কথার ওপর কেবল কথা,সিলিং ছুতে চায়।
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়,
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।।
তুমি যাকে ভালোবাসো,
কথার ওপর কেবল কথা,সিলিং ছুতে চায়।
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়,
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।।
তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাষ্পে ভাসো,
তার জীবনে ঝড়।
তার জীবনে ঝড়।
তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,, আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।।
এই গানটির ভিডিও দেখুন
এই গানটির ভিডিও দেখুন
Tags:
BAND