Song : Nil Sleeping Er Rat
Singer : Bonnie ChakrabotyMusic :Raja Narayan deb
Lyrics : Srijato Bandhopadhay
Produce : Jaspreet Kaur
Movie : Master (C/O Sir) in 2013
গান : নীল স্লিপিং পীলের রাত।
কন্ঠ : বন্নী চক্রবর্তীসুর : রাজ নারায়ন দেব
কথা : জাসপ্রীত কর
সিনেমা : স্যার (২০১৩)
চলে যাচ্ছে গতকাল, ভাবে আনমনা রুমাল,
যদি ঠান্ডা রঙ মশাল জ্বলে যায়।
নীল স্লিপিং পীলের রাত,
সুতে চাইছে না হঠাৎ,
যদি মুঠোয় ধরা হাত চলে যায়!
তুমি গুছিয়ে কোনো কথা বলতে পারো না,
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারো না,
শুধু সময় নিজের গল্প বলে যায়।।
এই পাহাড়িয়া বাতাস
তাদের টানে কোনদিকে,
রোজ সন্ধ্যে হলে পাখী গুলো যায়।
তুমি বৃষ্টি দেখে ফিরছো,
কোন ঝাপসা তারিখে,
এই কুয়াশা গুলো কে কাকে বোঝায়,
নীল স্লিপিং............
...............গল্প বলে যায়।।
এই একা থাকা মরশুম,
এই শেষ না হওয়া রাত,
কত কথা মনে পরছে কতবার।
সব ছেড়ে যাবার রাস্তা ঘিরে হালকা তুষার-পাত,
শুধু ঘরে ফেরা হলোনা তোমার।
নীল স্লিপিং পীলের রাত,
সুতে চাইছে না হঠাৎ,
যদি মুঠোয় ধরা হাত চলে যায়!
তুমি গুছিয়ে কোনো কথা বলতে পারো না,
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারো না,
শুধু সময় নিজের গল্প বলে যায়।।
গানটি শুনুন
Tags:
BAND