Song : Ma go ma jhi go jhi
Lyrics : Roshid UddinVocal : Bari Siddiki
গান : মাগো মা ঝিগো ঝি
কথা : রশিদ উদ্দীনকন্ঠ : বারি সিদ্দিকী
মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
গোমাই নদী নষ্ট করলো,
ঐ না কোলা ব্যাঙে,
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।।
ভাঙ্গা নৌকায় উঠলো জল,
নদী করে কল-কল
কল-কলাকল পারিনা তার সঙ্গে,
নদীর নাম কামিনী সাগর,
বাঁকে বাঁকে ওঠে লহোর,
কত সাধুর ভরা নৌকা পার হলো তার তরঙ্গে,
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।।
ছিলাম শিশু ছিলাম ভালা,
না ছিলো সংসারের জ্বালা
হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে,
এই দেহে আসলো জোয়ানী,
গায়ে আইলো নয়া পানি,
কাম কামিনী বসিলো বাম অঙ্গে,
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।।
ছিলাম জোয়ান হইলাম বুড়া,
বেঁকে গ্যালো বাকরা গোড়া
গোরুই গোড়া সব গিয়াছে ভেঙ্গে,
রশিদ উদ্দীন বলে গানে
চেয়ে দেখো আপন মনে,
একদিন মিশিবে মাটির সঙ্গে,
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
গোমাই নদী নষ্ট করলো,
ঐ না কোলা ব্যাঙে,
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।।
এই গানের ভিডিও দেখুন
Tags:
FOLK