Song Of Friday
শুক্রবারের কবিতা.....
![]() |
আমি আবারো বেকার।
অসহায়তার ঘুম,আর নাছোড় বান্দা খেয়াল,
অনুপ্রানিত করে আগামী ছয়টা দিনের জন্য।
কিন্তু একি,আজ সারারাত আমি ঘুমোই নি!
প্রেমিকাদের চুমো বদলায়,কিন্তু নিকোটিনের চুমো বদলায় না।
ভালবাসা বলতে
আমি বুঝি দিনের প্রথম সিগারেটের ঝিম ধরানো মাথা;
সাপ্তাহিক মদের গ্লাসে
রাস্তা ভুল করে ফেলা ;
একটান নিমায়ের ঘন্টাখানেক লালন।
আমি বেশ খানিকটা মাদকাসক্ত,
একটু অসুস্থ,পুরোপুরি অসামাজিক।
ফাসিই কি মৃত্যুর সবচেয়ে উত্তম কৌশল?
প্রশ্ন মনে , আমি ঘুমোতে যাই,
দেখি আমার দিকে ধেয়ে আসছে মৃত্যু দ্যুত।
এই যে শুনুন? আমি কিন্তু মরিনাই,
আপনার রথ আমাকে জায়গা দিতে পারবে না,
আমি অনেক ভারী, কারন আমার মন পাথর দিয়ে গড়া
আপনি ফিরে যান,
রথটা কে সারিয়ে আনুন!
শহর ঘুমিয়ে পরেছে প্রায়,
অথচ কিছু কাল আরো বেঁচে থাকতে চায় রাত্রি!
ভুলে গিয়েছিলো সে, তার রক্তকরবী এখনো বেঁচে আছে,
তাজা রক্তের গন্ধ এখনো সেই চিতার কয়লা থেকে ভেসে আসছে!!
আমি এখনো ঘুমাইনি।
যে নদীর বালুচরে এক বীজ বুনেছিলেম রক্তের ,
সে নদী আজ যৌবন পেয়েছে।
আমার রক্তকবরীকে ধুয়ে নিয়ে গ্যাছে স্রোতে...
একটা বুলেটকি একটা স্বভাবিক আত্মহত্মার জন্য যথেষ্ট না?
নাকি আরো কিছু পাপের ইচ্ছা আছে আমার সঙ্গী হবার!!!!
না বুলেট পারবেনা আমাকে মারতে ,
আমার শরীর সূর্যের চেয়ে গরম।
স্পর্শ পেতেই গলে যাবে।
ঘুমিয়ে কাজ নেই,
সে আমায় স্বপ্ন দ্যাখাতে পারেনা!
জেগে আছি বেশ দারুন আছি,
ওর না চাওয়া স্বত্ত্বেও ভেবে যাচ্ছি তাঁর আকাশ থেকে পাতাল!
আকাশ কুসুম ভাবার পক্ষেও কভুও পক্ষপাতী ছিলাম বলে মনে নেই,
তবে কল্পনা করতে ভাল লাগে,
প্রেমিকার উষ্ণ ঠোঁটে লাল পিঁপড়ের কামড়,
মৃদু ব্যাথ্যায় কাঁকিয়ে উঠে বলা "আউচ্"!
তাই আমি এখনো জাগা।। ...
Tags:
স্বরচিত ব্লগ