Indubala Go song lyrics (ইন্দুবালা গো)
গান : ইন্দুবালা গোকথা : দেলোয়ার অর্জুদা শরিফ
সুর : প্লাবন
কন্ঠ : ফজলুর রহমান বাবু

Indubala Lyrics In Bangla:
ইন্দুবালা গোওওওওও
তুমি কোন আকাশে থাকো,
জোৎস্না কারে মাখো,
কার উঠোনে পড়ো ঝড়িয়া।
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ইন্দুবালা গো, ইন্দুবালা গো।
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে। ২
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গো
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে,
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে। ২
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া।
ইন্দুবালা গোওওওও
তুমি কোন আকাশে থাকো,
জোৎস্না কারে মাখো,
কার উঠোনে পড়ো ঝড়িয়া।
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িলা।।
গানটির ভিডিও দেখুন

ইন্দুবালা ২ গানটি শুনতে এখানে ক্লিক করুন
[ আপনার চাহিদার গানের লিরিক্স নাই পাইলে কমেন্ট বক্স এ জানাবেন,আমরা চেষ্টা করবো আমাদের এই সাইটে সংযোগ করার জন্য]
Tags:
FOLK
Just awsoawe
ReplyDeleteHow this is awesome?? All rubbish
DeletePlease add it with sargam...
ReplyDeleteAsadharon gan
ReplyDelete