Confession Of November
কনফেশন অব নভেম্বর
একটা কাজ করুন,জানালাটা খুলে দিন,
নভেম্বর রেইন গান টা শুনেছেন?
প্রথমে শুনুন গান,
তারপর মানুষের জন্য একটু দুঃখ করুন,
দুঃখ করুন হারানো প্রেমীকার শোকে!
স্মৃতি,রোগ,মনোটান ,সব ভুলে
জানালার কাছে প্রতিজ্ঞা করুন আজ।
যে মানুষ শেষ রাতে মারা গেল, তাকে কি চেনেন?
কিংবা, যে মানুষ মারা যাবে রোববার?
চলুন মৃত্যুর শোকে গান করি কিছু কাল আমরা সবাই।
আমরা তো এটুকু জানি,
ঘোড়া বা ঘোড়ার খুঁড় আকাশে ওড়েনা।
প্রিয় বাবা,আপনি কি একবার ,শুধু একবার হলেও,
কখনো কি প্রেমে পরেছেন?
যে প্রেম নিষিদ্ধ ছিলো আপনার জন্য?
যে মানুষ ভালবাসা জানে, তার জন্য আমার দুঃখ হয় খুব!
দয়া করে আপনার সকল ভাবনায় তালাচাবী লাগান।
মন খারাপের দিনে কখনো কি ভেবেছেন,
যে মানুষ অন্ধ তাকে রাস্তা দেখানোর কথা?
যদি ভেবে থাকেন কখনো,বাস্তবায়ন করুন আজ।।
প্রত্ত্যেক মানুষ জীবনে অন্তত একবার আত্মহত্যা চায়,
যেহেতু মানুষ মুলতো নাটক ভালবাসে,
আর ভয় পায় সকল মৃত্যুতে।
তবু আমরা সবাই পক্ষি শিকার করি,
আর অনন্দ করি জন্মের উৎসবে,
আমার প্রেমিকা একটি নিশ্চিত ভবিষ্যৎ চেয়েছিলো যা আমার কাছে নেই,
হতে পারে এই কবিতার পরই আমি মরে যেতে পারি!
কারন পরম বলতে পৃথিবীতে কিছু নেই!
জানা কথা, মানুষ বাঁচে বর্তমানে,
অথচ, কান্না করে করে অতীতের জন্যে।
আর ভয়পায় ভবিষ্যতে।
টাকা হলো ভগবান,
যদি ভালবাসা চান,যদি সত্যিই বেঁচে থাকতে চান,
তবে অবশ্যই টাকার পিছনে দৌড় দেন।।
কবিতাটি শুনুন নিচের ভিডিওতে।
স্বর : অভীক সুমিত
Tags:
নতুন কবির কবিতা