চায়ের কাপে আমার প্রেম
অভীক সুমিতA Cup of tea
ষড়ঋতুর গোলাকার চক্রে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত!
দিবারাত্রি, সকাল-বিকাল গেছানো সব নিয়মে পার করতে, তুমিও কি ক্লান্ত নও?
আজ স্রাবনের বিকেলটা ঠিক তোমার মতই মায়াবী,
রুপসজ্বায় তাই প্রতিবার তোমাকে খুঁজে পেলাম।
ওগো "মায়াবিনী",বিকেলটা তাই তোমাকেই সপে দিলাম!
চকচকে পেয়ালায় অনেকটুকুন স্বচ্ছ প্রেম,
একটা চুল খসে পড়ায় প্রেমিকা ক্ষুন্ন!
আমি হতবাক!!!
সেখানে লিকার গুলো তাদের রঙ ছড়ানো খেলাও বন্ধ করে দিলো,
আর প্রেমিকা চুপিসারে আরামকেদারা থেকে উঠে চললো,
নিসচুপ আমি আরো আরাম করে আরামকেদারায় জড়সড় হয়ে বসে,
পেয়ালাটার দিকে ঝুঁকি,
ভাসতে থাকা চুলটা আলগা করে তুলি।
পাশ থেকে পড়ে থাকা চামুচ টা তুলে নিয়ে,
দুটো নীড়ানী মারতেই লিকার গুলো রঙ ছড়াতে শুরু করলো।
বেশ তাচ্ছিল্য এক ভাব নিয়ে তাতে চিনি মিশিয়ে ঢকঢক করে গিলে ফেললাম আমার এক পেয়ালা প্রেম!
,
,
(#hints:আসলে দোষটা লিকারের ছিলো না,
প্রয়োজন ছিলো প্রেমিকার হাতে থাকা চামুচটার একটু নাড়া)
GO TO HOME PAGE👈🏃💒
Tags:
স্বরচিত ব্লগ